Can't found in the image content. ন্যাটোভুক্ত দেশগুলো সন্ত্রাসীদের ইউক্রেনে পাঠাচ্ছে, দাবি রাশিয়ার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ন্যাটোভুক্ত দেশগুলো সন্ত্রাসীদের ইউক্রেনে পাঠাচ্ছে, দাবি রাশিয়ার

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, মার্চ ৬, ২০২২

ন্যাটোভুক্ত দেশগুলো সন্ত্রাসীদের ইউক্রেনে পাঠাচ্ছে, দাবি রাশিয়ার
রাশিয়ার গোয়েন্দা সংস্থার দাবি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সিরিয়া থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যদের ইউক্রেনে পাঠাচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে এই দাবি করেছে রুশ গোয়েন্দা সংস্থা। 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সিরিয়ায় মার্কিন বাহিনীর দখল করা আল-তানফ সামরিক ঘাঁটিতে উগ্র সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০২১ সালের শেষদিকে আমেরিকার কারাগার থেকে কয়েক ডজন বন্দী সন্ত্রাসীকে মুক্তি দিয়েছে যার মধ্যে রাশিয়া এবং সিআইএস-ভুক্ত দেশগুলোর নাগরিক রয়েছে।

এইসব ভাড়াটে সন্ত্রাসীকে মার্কিন বাহিনী নিয়ন্ত্রিত আল-তানফ সামরিক ঘাঁটিতে পাঠানো হয়। যেখানে তারা দোনবাস অঞ্চলে ধ্বংসাত্মক ও সন্ত্রাসবাদী যুদ্ধ পরিচালনার প্রশিক্ষণ নিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেংকভ বলেন, গত সপ্তাহে ২০০ সন্ত্রাসী ক্রোয়েশিয়া থেকে পোল্যান্ডে পৌঁছেছে। যারা ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে জাতীয়তাবাদী ব্যাটালিয়নে যোগ দিয়েছে।

এদিকে ইউক্রেনের সমুদ্র-তীরবর্তী দু’টি শহর মারিউপোল ও ভোলনোভখা’র বেসামরিক লোকজনকে সরে যাওয়ার সুযোগ করে দিতে খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।