ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ক্রেডিট কার্ডে সুদ গোনার দিন ফিরল

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৬, ২০২১

ক্রেডিট কার্ডে সুদ গোনার দিন ফিরল

করোনার সংক্রমণ ধীরে ধীরে কমছে। তাই একদিকে যেমন বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে তেমনি প্রত্যাহার করা হচ্ছে বিশেষ কিছু সুবিধা। বিধিনিষেধের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যে ছাড় দেওয়া হয়েছিল, সেটা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ।

 

করোনার বিধিনিষেধের সময় বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় জানিয়েছিল, সময়মতো ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলেও কোনো বিলম্ব মাশুল নেওয়া যাবে না। এছাড়া অপরিশোধিত বিলের ওপর সুদ আরোপ করা যাবে না। সরকার বিধিনিষেধ তুলে নেওয়ায় এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে আবার ক্রেডিট কার্ডে সুদ গোনার দিন ফিরল।

 

নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো গ্রাহক যদি নির্ধারিত সময়ের মধ্যে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করেন, তাহলে ওই নির্ধারিত সময় শেষ হওয়ার একদিন পর থেকেই সুদ বা মুনাফা আরোপ করা হবে। কারণ, এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। দোকানপাট, শপিং মল, গণপরিবহন- সবকিছু খোলা। তাই ক্রেডিট কার্ডে দেওয়া বিশেষ সুবিধা তুলে নেওয়া হলো।

 

এছাড়া মোবাইল আর্থিক সেবায় ব্যক্তি থেকে ব্যক্তির লেনদেনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই লেনদেন আগে মাসে ছিল সর্বোচ্চ ৭৫ হাজার টাকা। এখন এর সীমা সর্বোচ্চ লাখ টাকা। বিকাশ, রকেট, নগদের মতো সেবাগুলোতে প্রতি মাসে ৪০ হাজার টাকার কমে পাঠালে আগে গ্রাহকদের কোনো মাশুল দিতে হতো না। এবার সেই নিয়মও তুলে নেওয়া হয়েছে।