Can't found in the image content. রাশিয়ার ৫৮৪০ সেনা হত্যার দাবি ইউক্রেনের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

রাশিয়ার ৫৮৪০ সেনা হত্যার দাবি ইউক্রেনের

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২

রাশিয়ার ৫৮৪০ সেনা হত্যার দাবি ইউক্রেনের

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সামরিক বাহিনী পাঁচ হাজার ৮৪০ রুশ সেনাকে হত্যার দাবি করেছে।

বুধবার এক ফেসবুক পোস্টে এই দাবি করা হয়। সামরিক বাহিনীর ওই পোস্টে জানানো হয়, এখন পর্যন্ত রাশিয়ার ৫৮৪০ সেনাকে হত্যা করা হয়েছে। ভূপাতিত করা হয়েছে রাশিয়ার ৩০টি বিমান ও ৩১টি হেলিকপ্টার।

পোস্টে আরও দাবি করা হয় এখন পর্যন্ত রাশিয়ার ২১১টি ট্যাংক, ৮৬২টি সাঁজোয়া যান ৩৫৫টি যানবাহনসহ রাশিয়ার বেশকিছু সামরিক উপকরণ ধ্বংস করা হয়েছে।

যদিও এর আগে ইউক্রেনের সেনা অভিযানের ছয় দিনে ছয় হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছিলেন জেলেনস্কি। তনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া কেবল বোমা মেরে আর বিমান হামলা চালিয়ে রাশিয়া ইউক্রেন দখল করতে পারবে না। 
বিবিসির প্রতিবেদন