ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

‘১৫ ও ২১ আগস্টের ঘটনায় জড়িত পিতা-পুত্র’

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৬, ২০২১

‘১৫ ও ২১ আগস্টের ঘটনায় জড়িত পিতা-পুত্র’

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান এবং ২০০৪ সালের ২১ আগস্ট হামলার সঙ্গে তারেক রহমান জড়িত। দুটি ঘটনার মধ্যে ২৯ বছরের ব্যবধান হলেও অনেক মিল রয়েছে। পিতা পুত্র মিলে দুই সময়ে দুটি ঘটনা ঘটিয়েছেন।

 

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় আজ বুধবার এমন মন্তব্য করেন তিনি।১৫ আগস্ট এবং ২১ আগস্ট নৃশংস হত্যাকাণ্ড: জেনারেল জিয়া থেকে তারেক জিয়াশীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট।

 

লিখিত বক্তব্যে বিচারপতি মানিক বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের নাম-নিশানা চিরতরে মুছে ফেলা। অন্যদিকে, ২০০৪ ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল উদ্দেশ্য ছিল সেই ১৫ আগস্টে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করা। দুটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রক্তের মিল আছে। অর্থাৎ দুটি ঘটনারই কুশীলব ছিলেন তারা পিতা-পুত্র তথা জিয়াউর রহমান তারেক রহমান।

 

তিনি আরো বলেন, ১৫ আগস্টের ষড়যন্ত্র ছিল ওই সময়ের প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে। বিপরীতে ২১ আগস্টের ষড়যন্ত্র ছিল ক্ষমতাসীনদের। যেখানে সরকারি নির্দেশে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করা হয়েছে। উভয় ক্ষেত্রেই কিছু লোক গোপনে বাইরের একটি দেশের সঙ্গে ষড়যন্ত্র করেছে। বিচারিক আদালতই বলেছেন যে, ২১ আগস্টের হামলার ঘটনায় বিএনপির গুরুত্বপূর্ণ মন্ত্রীরা অংশ নিয়েছিল। অপরদিকে, ১৫ আগস্টের ঘটনায়ও বেশ কয়েকজন মন্ত্রী অংশ নিয়েছিলেন।

 

এদিন আলোচনা সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মওলানা জিয়াউল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ মওলানা আবুল হোসাইন প্রমুখ।