ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ছাত্রলীগের মৌলবাদ বিরোধী মিছিল

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ২৮, ২০২২

ছাত্রলীগের মৌলবাদ বিরোধী মিছিল
২৭ শে ফেব্রুয়ারী রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতার পাদদেশ হতে মৌলবাদ জঙ্গিবাদ উগ্রসাম্প্রদয়িকতার বিরুদ্ধে জাতির বিবেককে জাগ্রত করার মহান ব্যক্তিত্ব প্রগতিশীল লেখক, কবি ও কথা সাহিত্যিক অধ্যাপক হুমায়ূন আজাদ স্মরণে "মৌলবাদ বিরোধী আলোর মিছিল" করেছে বাংলাদেশ ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরদিন তাঁর ভাই মঞ্জুর কবির রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরেরই ১২ আগস্ট জার্মানিতে মারা যান হুমায়ুন আজাদ।