ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

দেশের সবচেয়ে অত্যাধুনিক থানা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ২৫, ২০২১

দেশের সবচেয়ে অত্যাধুনিক থানা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হচ্ছে দেশের সবচেয়ে অত্যাধুনিক থানা। থানার ভবন তৈরির জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজউকের ঝিলমিল প্রকল্প এলাকায় ৫০ শতাংশ জমি বরাদ্দ দিয়েছেন। বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

 

ঢাকা- আসন তথা কেরানীগঞ্জ এলাকার সংসদ সদস্য (এমপি) এক ফেসবুক পোস্টে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কেরানীগঞ্জ থানার জন্য একটি স্থায়ী ভবন নির্মাণে রাজউকের ঝিলমিল প্রকল্প এলাকায় ৫০ শতাংশ জায়গা বরাদ্দ দিয়েছেন। সেখানেই নির্মিত হচ্ছে একটি থানা ভবন। যা হবে দেশের ইতিহাসে সবচেয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি থানা।

 

নসরুল হামিদ বিপু বলেন, আমাদের দেশের মানুষের মধ্যে থানা-পুলিশ সম্পর্কে যে ভয় বা সংকোচবোধ রয়েছে, সেই ধারণা থেকে সবাইকে বের করে আনতে চাই আমরা। মানুষের নিরাপত্তা সেবা পাওয়ার প্রথম আশ্রয়স্থল হবে এই থানা।

 

তিনি আরো জানান, এই থানায় একটি ওয়ানস্টপ সার্ভিস সেন্টার থাকছে। যে কেউ সেখানে এসে খুব সহজে সেবা পাবেন। থানার ওসিসহ পুলিশ সদস্যদের বসার জন্য আলাদা কক্ষ থাকবে। নারী পুরুষ সদস্যদের থাকার জন্য আলাদা আলাদা ডরমিটরি ব্যারাক থাকছে এই থানায়।

 

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু থানার সুযোগ-সুবিধার বিষয়ে বলেন, আধুনিক সব সুযোগ-সুবিধা সম্পন্ন এই থানায় থাকছে নিজস্ব গাড়ি পার্কিংয়ের সুবিধা। পাশাপাশি পুলিশ সদস্যদের ফায়ার ট্রেনিংয়ের জন্য আলাদা একটি ব্লক থাকবে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা অত্র এলাকার মানুষের সেবা নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।