ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

আবার ২০ দল চাঙ্গা করতে চাচ্ছে বিএনপি

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ২৫, ২০২১

আবার ২০ দল চাঙ্গা করতে চাচ্ছে বিএনপি

বিএনপি-জামায়াতের বৈঠক হয়েছে গতকাল। এই বৈঠকের মাধ্যমে বিএনপি মনে করছে যে, এখন একটি আন্দোলন করার সময়। কিছুদিন আগে নতুন করে একটি জোট গঠনের জন্য মিত্র খুঁজেছে বিএনপি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নতুন করে জোট গঠনের জন্য বৈঠক করেছে বিএনপি। নাগরিক ঐক্য, জেএসডি, গণফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেই বৈঠক করেছে বিএনপি। তবে ঐক্যবদ্ধ আন্দোলনের ব্যাপারে এই দলগুলোর আড়ষ্টতা রয়েছে। এরপর বিএনপি ২০ দলীয় জোটে থাকা দলগুলো যেমন- এলডিপি, কল্যাণ পার্টি সহ বিভিন্ন দলের সাথে বৈঠক করেছিল জামায়াতকে বাদ দিয়েই। কিন্তু দেখা যায় যে, এই রাজনৈতিক দলগুলো শুধুমাত্র নামেই রয়েছে, মাঠ পর্যায়ে তাদের তেমন কোন অবস্থান নেই। বিএনপি এদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে পারবে না এবং আন্দোলনে সহযোগী সংগঠন হিসেবেও কাজ করতে পারবে না। এদিকে, বিএনপির মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আন্দোলনের ক্ষেত্রে ব্যাপক সমস্যা রয়েছে। বিএনপির নেতারা মনে করেন যে, বিএনপির যে আদর্শ সেই আদর্শ জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আন্দোলনে গেলে ক্ষুণ্ণ হবে। এরকম একটি দোদুল্যমান পরিস্থিতিতেই ছিলো বিএনপি।

বিএনপি জামায়াতের সাথে প্রকাশ্যে আন্দোলনে যেতে পারেনা দুটো কারণে। প্রথমত, ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে বিএনপির আঁতাত আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির জন্য একটি নেতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, যুদ্ধাপরাধীদের বিচারের পর বাংলাদেশের জনগণের মধ্যে এখন জামায়াতবিরোধী একটি মনোভাব রয়েছে। যার ফলে বিএনপি সবসময় চেষ্টা করেছে যে জামায়াতকে আড়ালে রেখেই আন্দোলন করার জন্য। আর মূলত জামায়াতকে আড়াল করতেই ২০ দলীয় জোটকে এতদিন মৃয়মাণ রেখেছিল বিএনপি। কিন্তু এখন আফগানিস্তানে তালেবানদের উত্থানের পর বিএনপি তার হিসেব-নিকেশ পাল্টে ফেলেছে এবং লন্ডন থেকে তাদের কাছে  বার্তা এসছে যে, জামায়াতের সাথে এখন আর রাখঢাকের সম্পর্কের দরকার নেই। এরপরই বিএনপি তিনটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রথমত, তারা খুব শীঘ্রই সরকারবিরোধী আন্দোলনে যাবে এবং ধাপে ধাপে এই আন্দোলন করবে। দ্বিতীয়ত, তারা খুব শীঘ্রই ২০ দলীয় জোটকে চাঙ্গা করবে এবং আড়াল থেকে আবারও প্রকাশ্যের জামায়াতের সাথে কার্যক্রম করবে। এই ব্যাপারে বিএনপি নেতাদের সাথে  তারেকের বৈঠকে তারেক বিএনপি নেতাদের জামায়াতের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে। তৃতীয়ত, বিএনপি এখন আবারও ভারতবিরোধী অবস্থানে চলে যাবে। কারণ, এখন বিশ্ব রাজনৈতিক মেরুকরণে এবং এই অঞ্চলে চীনের প্রভাবে অনেক বেড়েছে। সেজন্য বাংলাদেশে যদি বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে এবং সেটি ভারতবিরোধী হয় তাহলে তারা সহজেই চীনকে সন্তুষ্ট করে চীনের সান্নিধ্য লাভ করতে পারবে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এবং ক্ষমতার পালাবদলে চীনের ভূমিকা অনেক বেশি। তাই চীনকে সন্তুষ্ট করার জন্য ২০ দলীয় জোটকে চাঙ্গা করা এবং ভারতবিরোধীতাকে উস্কে দেওয়ার কৌশল নিয়েই বিএনপি এখন এগুচ্ছে এবং খুব শীঘ্রই তারা নতুন কর্মসূচী নিয়ে মাঠে নামছে।