Can't found in the image content. খাগড়াছড়িতে পুলিশের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন আইজিপি বেনজীর আহমেদ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

খাগড়াছড়িতে পুলিশের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন আইজিপি বেনজীর আহমেদ

মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি | আপডেট: শুক্রবার, ফেব্রুয়ারী ২৫, ২০২২

খাগড়াছড়িতে পুলিশের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন আইজিপি বেনজীর আহমেদ
খাগড়াছড়িতে নারী পুলিশ ব্যারাকের উদ্বোধন ও ছয়তলা বিশিষ্ট পুরুষ ব্যারাকের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

এছাড়া খাগড়াছড়ি পুলিশ লাইন্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার সদর উপজেলার ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি, মানিকছড়ি থানা ও লক্ষ্মীছড়ি থানা ভবনের উদ্বোধন করা হয়।

পরে পুলিশ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন ড. বেনজীর আহমেদ। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মো. সাইফুল ইসলাম ও খাগড়াছড়ি’র পুলিশ সুপার আবদুল আজিজ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর পার্বত্য জেলা খাগড়াছড়িতে এটিই তার প্রথম সফর।