Can't found in the image content. চট্টগ্রামে নতুন করে ১১৮ জনের করোনা শনাক্ত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

চট্টগ্রামে নতুন করে ১১৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, ফেব্রুয়ারী ১৮, ২০২২

চট্টগ্রামে নতুন করে ১১৮ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ। এদিন ১৩টি ল্যাবে ২ হাজার ৭০৫টি নমুনা পরীক্ষা করা হয়। আজ শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, আক্রান্তদের মধ্যে ৮৪ জনই নগরীর বাসিন্দা। বাকি ৩৪ জনের মধ্যে চন্দনাইশের ১, পটিয়ার ১, বোয়ালখালীর ৩, কর্ণফুলীর ২, রাউজানের ২, হাটহাজারীর ৪, ফটিকছড়ির ২, মীরসরাইয়ের ১৩, সীতাকুণ্ডের ২ ও সন্দ্বীপের ৪ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৯০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৫৪৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।