Can't found in the image content. ইউক্রেনে বিদ্রোহীদের ‘হামলা’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ইউক্রেনে বিদ্রোহীদের ‘হামলা’

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, ফেব্রুয়ারী ১৮, ২০২২

ইউক্রেনে বিদ্রোহীদের ‘হামলা’

ছবি দ্য গার্ডিয়ানের

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির স্ট্যানিসিয়া লুহানস্কায় একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। ভারী কামানের হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ওই অঞ্চলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অর্ধেক শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেন সেনাবাহিনীর দাবি, রুশ সমর্থিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। এদিকে  বিদ্রোহীদের অভিযোগ, ইউক্রেনের সরকারি বাহিনী তাদের স্থাপনায় মর্টার হামলা চালিয়েছে। 

বিদ্রোহী বাহিনী বলছে, গত ২৪ ঘণ্টায় চারবার হামলা চালিয়েছে ইউক্রেন সেনাবাহিনী। হামলায় কেউ হতাহত হয়েছে কিনা, এখনো তারা নিশ্চিত নয়। উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে যখন রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন এই পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠলো। 
সূত্র : বিবিসি ও রয়টার্স।