ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

“শেখ হাসিনা বাঙালির বিশ্ববীক্ষণ” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

ফারজানা ববি নাদিরা | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২২

“শেখ হাসিনা বাঙালির বিশ্ববীক্ষণ” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

শেখ হাসিনা বাঙালির বিশ্ববীক্ষণ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন।


প্রধান অতিথি বক্তব্যে প্রফেসর মো: আব্দুর রশীদ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বই লেখা উচিৎ মন্তব্য করেন তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ কি ছিল আমাদের কি ভাবে চলা উচিৎ আমাদের আদর্শিক রাজনীতি থেকে কিভাবে পজিটিবলি নিয়ে নেগেটিভ রাজনীতি থেকে আমাদেরকে বিভক্ত হওয়া উচিৎ সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।


তিনি বাবুল সরকার সম্পাদিত “শেখ হাসিনা বাঙালির বিশ্ববীক্ষণ” বইটির প্রশংসা করে বলেন গুনগত মানের দিক থেকে অনেক উন্নত। আমাদের দেশে কলম যোদ্ধা দিনদিন কমে যাচ্ছে লেখককে আবারো ধন্যবাদ জানাই এরকম একটি যুগোপযোগী সুন্দর বই উপহার দেয়ার জন্য। আমাদের সাহিত্য, সংস্কৃতি, লেখাপড়া, গবেষণায় বর্তমানে প্রযুক্তির কারনে লেখুনিতে অলসতা আসছে। আর সে কারনেই আমাদের লেখনি শক্তির তীব্রগতি আনতে হবে।


মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে এই জাতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার যে প্রয়াস প্রায়ন্ত প্রচেষ্টা জনগনের মধ্যে দেশবাসির মধ্যে পৌছে দেয়াই এই বইটি সম্পদনার মুল উদ্দেশ্য বলে মন্তব্য করেন সম্পাদক বাবুল সরকার।


বইটির উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সচিব এ,এইচ, এম লোকমান।


এসময় বিশেষ অতিথি হিসেবে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক ড. দুলাল কৃষ্ণ সাহা, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য মাকসুদুল আলম ডাবলু, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মাদ আবু মুছা ও রুদ্র সাইফুল উপস্থিত ছিলেন।