ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ মাসুদ রানার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ মাসুদ রানার
বিএম সাবাব ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে নীলফামারীর মাসুদ রানার। 

মাসুদ রানা নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা গ্রামের সবজি বিক্রেতা হোসেন আলীর ছেলে। 

বাবা হোসেন আলী ফেরি করে সবজি বিক্রি করেন এবং মা গৃহীনি। চার ভাইবোনের মধ্যে কনিষ্ঠ মাসুদ রানা। 
নীলফামারী ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয় মাসুদ রানা। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মাসুদ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মেধাক্রম অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয়ে পড়াশোনার সুযোগ পায়। তবে টাকার অভাবে ভর্তি হতে পার ছিল না। তবে বিএম সাবাব ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ হয় মাসুদ রানার। 

মাসুদ রানা বলেন, অভাবের কারণে পরিবারের পক্ষে ভর্তির টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। এমন অবস্থায় বিএম সাবাব ফাউন্ডেশন আমার পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর্থিক সহযোগিতা হিসেবে ১০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেন। এতে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার  স্বপ্ন পূরণ হয়েছে। আমি  বিএম সাবাব ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।