Can't found in the image content. সুবিধাভোগীদের নিয়োগ না দেওয়ার আহ্বান বিশিষ্টজনদের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সুবিধাভোগীদের নিয়োগ না দেওয়ার আহ্বান বিশিষ্টজনদের

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২২

সুবিধাভোগীদের নিয়োগ না দেওয়ার আহ্বান বিশিষ্টজনদের

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে প্রথম ধাপে বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষ হয়েছে। বৈঠকে কারও নাম প্রস্তাব না করলেও সরকারের সুবিধাভোগীরা যাতে নির্বাচন কমিশনে নিয়োগ না পায়, সার্চ কমিটিকে সে আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে কনফারেন্স রুমে বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানান, আমাদের সবারই বক্তব্য ছিল, নির্বাচন কমিশনে যারা সুযোগ পাবেন তারা যেন পূর্বে কোনো সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী না হন।

তিনি বলেন, বিশেষ সুবিধা বলতে, যারা বিভিন্ন সরকারের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বা সরাসরি সরকারের ঘনিষ্ঠ লোক বলে পরিচিত এমন কাউকে বোঝানো হয়েছে।

বৈঠকে একই মতামত দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। তিনি বলেন, কোনো দলীয় সরকারের অধীনে সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যেন নির্বাচন কমিশনে স্থান না পান, সেই সুপারিশ করেছি। আমার এ দাবির সঙ্গে অনেকেই সমর্থন জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং রাজনৈতিক দলের সুবিধাভোগী এমন কাউকে যেন ইসি হিসেবে নিয়োগ না দেওয়া হয় সে প্রস্তাব করেছি। তবে, মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থি কেউ যাতে ইসি হিসেবে নিয়োগ না পান, তাও নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে।

জানা গেছে, বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সঙ্গে আলাপ-আলোচনা শেষে যোগ্যতাসম্পন্ন ১০ ব্যক্তির নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সুপারিশ করবে অনুসন্ধান কমিটি। সেই ১০টি নাম থেকে নিজের পছন্দ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ চূড়ান্ত করবেন রাষ্ট্রপ্রধান।