Can't found in the image content. শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, জানালেন ডা. দীপু মনি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, জানালেন ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২২

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, জানালেন ডা. দীপু মনি
করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। এই ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। তবে নতুন করে স্কুল-কলেজে ছুটি আর বাড়ানো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অর্থাৎ আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখতে পাচ্ছি করোনার সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এই হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে সেটা আর বাড়াতে হবে না।

তিনি বলেন, করোনা-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে রোববার আমাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেটি আরও দুই দিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব।

এদিকে শনিবার দুপুরে মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আর ১০ দিন পর (২২ ফেব্রুয়ারি) স্কুল-কলেজ খুলে দিলে কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, করোনায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। এরপর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সীমিত আকারে শ্রেণি শিক্ষা কার্যক্রম চালু হয়। এই সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।