Can't found in the image content. ময়লার গাড়ি চালকের কারণে সড়ক দুর্ঘটনা আর যেন না ঘটে : প্রধানমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ময়লার গাড়ি চালকের কারণে সড়ক দুর্ঘটনা আর যেন না ঘটে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ৯, ২০২২

ময়লার গাড়ি চালকের কারণে সড়ক দুর্ঘটনা আর যেন না ঘটে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সিটি করপোরেশনের ময়লার গাড়ি চালকের কারণে সম্প্রতি যে সড়ক দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেরকম যেন আর না হয়। সাবধান হয়ে যান। নতুন আধুনিক যেসব যানবাহন কিনবেন সেগুলোতে দক্ষ চালক নিন। তাদের প্রশিক্ষণ দিন।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি লোকালয়ের বাইরে করতে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে বলেছেন তিনি। এছাড়া প্রকল্প বাস্তবায়ন দ্রুত করারও নির্দেশ দিয়েছেন তিনি।