ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ২০, ২০২১
মহিবুল্লাহ
বাবুনগরীকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির ঘোষণা
করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে হেফাজতের চট্টগ্রাম
ইউনিটের সাবেক প্রচার সম্পাদক মাওলানা আহমেদউল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি
বলেন, 'রাত পৌনে ১০টার
দিকে চট্টগ্রামহাটের হাটহাজারী মাদ্রাসায় জুনায়েদ বাবুনাগরীর নামাজে জানাজার আগে হেফাজাত মহাসচিব
নুরুল ইসলাম এ ঘোষণা দেন।'
১৯৩৫
সালের ফেব্রুয়ারিতে জন্মগ্রহণকারী মহিবুল্লাহ বাবুনগরী একজন দেওবন্দী ইসলামিক
পণ্ডিত, রাজনীতিবিদ এবং ধর্মীয় বক্তা।
তিনি
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং আল-জামিয়াতুল
ইসলামিয়াহ আজিজুল উলুম বাবুনগরের চ্যান্সেলর।
২০১৮ সালে তিনি ইসলামী ঐক্য জোটের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।
তিনি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাবুনগরে জন্মগ্রহণ করেন।
তার
পিতা হারুন বাবুনগরী ছিলেন একজন প্রখ্যাত ইসলামিক
পণ্ডিত এবং আল-জামিয়াতুল
ইসলামিয়াহ আজিজুল উলুম বাবুনগরের প্রতিষ্ঠাতা।
২০২০
সালের ১৫ নভেম্বর তিনি
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা নির্বাচিত হন। এর আগে,
তিনি এই সংগঠনের সহ-সভাপতি ছিলেন।