Can't found in the image content. বইমেলায় আসছে হাফসা আক্তার মৌসুমীর কাব‍্যগ্রন্থ 'আলোর হাটে নিমন্ত্রণ' | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বইমেলায় আসছে হাফসা আক্তার মৌসুমীর কাব‍্যগ্রন্থ 'আলোর হাটে নিমন্ত্রণ'

সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্, বোয়ালমারী, ফরিদপুর | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ৮, ২০২২

বইমেলায় আসছে হাফসা আক্তার মৌসুমীর কাব‍্যগ্রন্থ 'আলোর হাটে নিমন্ত্রণ'
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে হাফসা আক্তার মৌসুমীর একক কাব‍্যগ্রন্থ 'আলোর হাটে নিমন্ত্রণ'। 

প্রথিতযশা কবি অসীম সাহার সম্পাদনায় আগন্তুক প্রকাশনীর স্টলে ব‌ইটির দেখা মিলবে। বইটার প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর।

বইটি সম্পর্কে লেখক বলেন, সবার কাছে দোয়া চাই যেন "আলোর হাটে নিমন্ত্রণ" আলোকরশ্মি ছড়িয়ে দিতে পারে চতুর্দিক।