Can't found in the image content. আফগানিস্তানে কয়লা খনি ধসে ১০ শ্রমিকের মৃত্যু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আফগানিস্তানে কয়লা খনি ধসে ১০ শ্রমিকের মৃত্যু

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ৫, ২০২২

আফগানিস্তানে কয়লা খনি ধসে ১০ শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

আফগানিস্তানের কয়লা খনি ধসে অন্তত ১০ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার রাতে বাগলান প্রদেশের নাহরিন জেলার অন্তর্গত চেনারাক নামের এক খনিতে এ দুর্ঘটনা ঘটে। খবর এএনআই এর।

জানা গেছে, নাহরিনে অতি বর্ষণের কারণে খনিতে ধসের সৃষ্টি হয়। এতে ১০ জনের মৃত্যু হয়। বশির আহমেদ নামক এক শ্রমিক স্থানীয় গণমাধ্যমকে খনিতে ধস ও ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এদিকে, কয়লা খনি ধসের ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করে নাহরিন জেলার গভর্নর কারি মজিদ জানান, উদ্ধারকারী বাহিনীকে ওই এলাকায় পাঠানো হয়েছে। তারা খনিতে মরদেহ অনুসন্ধানে কাজ করছে।