ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

তুরস্ক সীমান্তে শীতে জমে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৩, ২০২২

তুরস্ক সীমান্তে শীতে জমে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ছবি: সংগৃহীত

তুরস্ক সীমান্তে প্রবল ঠাণ্ডায় মধ্যে খোলা আকাশের নীচে ১২ অভিবাসনপ্রত্যাাশীর মৃতদেহ পাওয়া গেছে। গ্রিসের সীমান্তঘেঁষা তুরস্কের এডির্না প্রদেশের ইপসালা গ্রামে শীতে জমে তাদের মৃত্যু হয় বলে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সুলেমান সোয়লু নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

যদিও এসব অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর জন্য গ্রিস কর্তৃপক্ষকে দায়ী করেছে তুরস্ক। বুধবার তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, এসব অভিবাসনপ্রত্যাশীকে তুরস্ক সীমান্তের দিকে খালি পায়ে পাঠিয়েছিল গ্রিসের সীমান্তরক্ষীরা। যদিও এ অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেনি গ্রিস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ভৌগোলিক ভাবে ইউরোপ আর এশিয়ার মধ্যে সেতুবন্ধন করেছে তুরস্ক। দেশটির এই অবস্থানগত সুবিধার কারণে এশিয়া, আফ্রিকা থেকে আসা শরণার্থীরা স্থলপথে তুরস্ক হয়েই ইউরোপে ঢোকার পথ খোঁজেন। তবে বহু সময় মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়ে প্রাণ হারান অনেকে।