ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বাহুবলের ৭ ইউনিয়নে আঙুলের ছাপ বিড়ম্বনায় ভোটাররা

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ১, ২০২২

বাহুবলের ৭ ইউনিয়নে আঙুলের ছাপ বিড়ম্বনায় ভোটাররা
হবিগঞ্জের বাহুবলের সাত ইউনিয়নে ফিঙ্গার বিড়ম্বনায় পড়েছেন ভোটাররা।  আঙুলের ছাপ না মিলায় ভোট দিতে গিয়ে ঘুরে আসছেন  ভোটাররা। সোমবার সকালে বিভিন্ন সেন্টার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ভোটাররা সকাল থেকেই দীর্ঘলাইনে দাঁড়িয়ে আছে। যাদের আঙুলের ছাপ মিলছে না, তাদের ২টার পরে আসতে বলছেন ভোটগ্রহণকারী কর্মকর্তারা। 

প্রার্থীরা বলছেন, ভোটগ্রহণে দেরি করছেন ভোটগ্রহণ কর্মকর্তারা। একবার না মিললেই তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা বলছেন, ভোটাররা বাড়িতে গেলে ফিরে আসবে না। তাই ভোট কাস্টিং নিয়ে শঙ্কায় আছেন প্রার্থীরা।

ভূগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কাউসার আহমদ বলেন, যাদের ফিঙ্গার ম্যাচ হচ্ছে না তাদের ২টার পর ফ্রি সময়ে আসার জন্য বলেছি।
উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে, সোমবার ভোটগ্রহণ নির্বিঘ্নে করতে ১০ ম্যাজিস্ট্রেট, বিজিবির ৮০, র্যাবের ৪৩ পুলিশের ৮৬০ ও আনসার বাহিনীর ১ হাজার ২৯২ সদস্য দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ইভিএম মেশিন পরিচালনায় অভিজ্ঞ ২ জন করে অপারেটর প্রতিটি কেন্দ্রে এবং প্রতি তিন কেন্দ্রের জন্য একটি করে ইভিএম বিশেষজ্ঞ টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। উপজেলার ৭৬ কেন্দ্রের মধ্যে অতিঝুঁকিপূর্ণ ৩৪টি এবং ২২টিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ধরা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার ৭৬টি কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ধরেই সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনি মাঠে ৪ স্থরের নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক কাজ করবে। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ৪টা পর্যন্ত চলবে।

উপজেলার ৭ ইউনিয়নে সর্বমোট ভোট ১ লাখ ৪০ হাজার ৭৭০। এর মধ্যে পুরুষ ৭২ হাজার ৭১২ ও মহিলা ৬৮ হাজার ৫৪ জন। এবার নির্বাচনে ৪০ চেয়ারম্যান, ১০২ সংরক্ষিত নারী সদস্য ও ৩২৬ সাধারণ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন।