মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উপজেলায় ৬৪ কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
মাদারীপুরের নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৮৪ হাজার ২১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন।
তবে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
রাজৈর উপজেলা উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) রেজাউল করিম শাহীন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী (আনারস) হাজী মোহাসিন মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মোতালেব মিয়া মারা গেলে পদটি শূন্য হয়।