জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা পরীক্ষাগুলো নেওয়ার দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতীকী পরীক্ষা প্রদান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এসব কর্মসূচিতে জেলার বিভিন্ন কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন। একপর্যায়ে পরীক্ষা দেওয়ার ভঙ্গিতে তারা রাস্তার ওপরেই বসে যান। পরে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে প্রায় দুই বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবন চরম সংকটে পড়েছে। ২০২০ সালে যাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ হওয়ার কথা ছিল, ২০২২ সালেও তা শেষ হয়নি।
শিক্ষার্থীরা আরও বলেন, পড়াশোনার সনদ গ্রহণের পর চাকরিতে প্রবেশের জন্য সময় কমে যাচ্ছে। বিসিএসের মতো প্রতিযোগিতামূলক চাকরিতে প্রবেশের প্রস্তুতির জন্য এ সময় যথেষ্ট নয়। এ অবস্থায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্রুত সব পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবি জানান তারা।