Can't found in the image content. গাছে বেঁধে বিধবা নারীকে নির্যাতন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

গাছে বেঁধে বিধবা নারীকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জানুয়ারী ২৩, ২০২২

গাছে বেঁধে বিধবা নারীকে নির্যাতন
গাজীপুরের শ্রীপুরে হাসনারা বেগম নামে এক বিধবা নারীকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ ওঠেছে। জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেরে হাসনারা বেগমের চাচাত বোন ও বোন জামাইরা এমন কাজ করেছেন। 

উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ি চালা গ্রামে এ ঘটনাটি ঘটে।

অভিযোগ ওঠেছে, শুক্রবার  হাসনারার জমি জোরপূর্বক দখল করতে আসে প্রতিপক্ষরা। এ সময় বাধা দিলে বিধবা হাসনারাকে হাত ও কোমরে  রশি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করা হয়। হাসনারাকে ছাড়াতে আসলে তার ছোট বোন মাজেদা ও বোনের মেয়ে নাজমিনকেও মারধর করা হয়।

শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক প্রদীপ চন্দ্র সরকার জানান, বিষয়টি ৯৯৯ ফোন করে জানানো হলে, হাসানারাকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। এরপর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। 

তবে জানা গেছে, পুলিশের সহযোগিতা নেওয়ার শনিবার হাসনারার পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। 

তেলিহাটি ইউপি সদস্য তারেক হাসান বাচ্চু জানান, রাস্তা খুলে দেয়ার জন্য অভিযুক্তদেরকে চাপ দেয়া হয়েছে। রাস্তা খুলে না দিলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্হা নেয়া হবে।

হাসনারা বেগমকে অভিযুক্ত তাসলিমা খাতুন জানান, জমি নিয়ে মামলা রয়েছে, আমাদের জমিতে চাষাবাদ করতে বাধা দেয় তাই আমরা বোনেরা জমি থেকে ওঠিয়ে নিয়ে গেছি। তবে বেঁধে রাখার কথা অস্বীকার করেন তিনি।