ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্, বোয়ালমারী, ফরিদপুর | আপডেট: রবিবার, জানুয়ারী ২৩, ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল
শাবিপ্রবির ভিসির পদত্যাগ এবং তার অবমাননাকর বক্তব্যের প্রেক্ষিতে জাবি প্রশাসনের পদক্ষেপের দাবিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চলাফেরার স্বাধীনতা সীমাবদ্ধকরণ এবং জাহাঙ্গীরনগর তথা সারাদেশে নারী নিপীড়ন ও নারীদের প্রতি বৈষম্যমুলক আচরণের প্রতিবাদে আজ ২৩ জানুয়ারি রবিবার রাত ১১ ঘটিকায়  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা।

প্রসঙ্গত শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত হয় ১৩ জানুয়ারি। শুরুটা প্রাধ্যক্ষ অপসারণের দাবিতে, পুলিশি হামলায় যা পরিণত হয় উপাচার্যবিরোধী আন্দোলনে৷ এক দফা দাবিতে অনড় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছে সপ্তাহ পেরিয়ে৷উল্লেখ্য, উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে এক সপ্তাহ ধরে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ গত বুধবার উপাচার্যের বাসার সামনে আমরণ অনশনে বসেন ২৪ শিক্ষার্থী। এরমধ্যে একজনের বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ায় তিনি অনশন শুরুর পরের দিনই বাড়ি চলে যান। বাকি ২৩ অনশনকারীর মধ্যে এখন ১৫ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকি আট শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের শরীরে স্যালাইন পুশ করেছেন চিকিৎসকরা।