ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে সশরীরে ক্লাস-পরীক্ষা

শরীয়তপুর প্রতিনিধি | আপডেট: রবিবার, জানুয়ারী ২৩, ২০২২

জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে সশরীরে ক্লাস-পরীক্ষা
স্বাস্থ্যবিধি মেনে জেড.এইচ.সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস পরীক্ষা চলবে। রবিবার (২২জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স ভবনে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ডিন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রফেসর মোঃ ইমরান পারভেজ খান।

তিনি বলেন, ওমিক্রনের প্রকোপ বেড়ে যাওয়ায় আমরা এ জরুরি সভার আহ্বান করি। এসময় সিদ্ধান্ত নেয়া হয় স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস পরীক্ষা চলবে।

বিশ্ববিদ্যালয় একজন আইন বিভাগের ২১ তম ব্যাচের নিয়মিত শিক্ষার্থী মোঃ জাবেদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রসাশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের সকলের ভালো জন্যই নিয়েছেন । আমরা সরকারে দেয়া স্বাস্থ্য বিধি মেনে ক্যাম্পাসে আসবো।

আগামী ২৩ (জানুয়ারি ) থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষার পূর্বের দেওয়া রুটিন অনুযায়ী নির্দিষ্ট সময় স্বাস্থ্য বিধি মেনে চলবে।