ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ |

EN

হাইকোর্টে ২২ আগস্ট থেকে আগাম জামিন শুনানি হবে

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১৭, ২০২১

হাইকোর্টে ২২ আগস্ট থেকে আগাম জামিন শুনানি হবে
স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ আগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন আবেদনের শুনানি হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে ২২ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন (নতুন মামলা) বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি করা হবে।  সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।

মহামারির কারণে মাস কয়েক উচ্চ আদালতে আগাম জামিন আবেদনের শুনানি হচ্ছিল না।  আইনজীবীদের একটি অংশ উচ্চ আদালতে আগাম জামিন আবেদনের শুনানি করার জন্য আরজি জানিয়ে আসছিলেন।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা সর্বাত্মক লকডাউন ১০ আগস্ট পর্যন্ত কার্যকর ছিল।  ১১ আগস্ট থেকে প্রায় সবকিছু খুলে যায়।