ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

বরিশালে ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, জানুয়ারী ২২, ২০২২

বরিশালে ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ
শাবিপ্রবি’র আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বরিশালে ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে মহানগর ছাত্রফ্রন্টের আয়োজনে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। 

মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা ছাত্রফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকত, সুজন আহমেদ, সাইফুল ইসলাম, বিজন সিকদার ও লামিয়া সায়মন প্রমুখ।

সমাবেশে বক্তারা শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিনের অপসারণসহ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানান এবং একই সাথে এ ঘটনার বিচার দাবি করেন। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফকিবাড়ি রোড বাসদ কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।