শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে দেয়া আল্টিমেটাম শেষ হয়েছে। তিনি পদত্যাগ না করায় অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ২৪ জন শিক্ষার্থী।
বুধবার বিকাল ৩টা থেকে পূর্বঘোষিত এ আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ জন ছাত্রী এবং ১৫ জন ছাত্রসহ মোট ২৪ জন শিক্ষার্থী অনশনে বসেন।
এ সময় অনশনে বসা শিক্ষার্থী জাহিদুল ইসলাম অপূর্ব বলেন, আমরা উপাচার্যের পদত্যাগ দাবিতে এর আগে আল্টিমেটাম দিই। আমাদের দাবি মেনে নেয়া হয়নি। আমাদের এক দফা দাবি সেটা মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের অনশন চালিয়ে যাব।
অনশনে বসা আরেক শিক্ষার্থী জান্নাতুল নাঈম নিশাত বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে আমরা উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরা অনশনে বসেছি। আমরা অনশনে বসেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এক দফা দাবি মেনে নেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এ কর্মসূচি পালন করে যাব।
এদিকে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে বুধবার উপাচার্যের পদত্যাগ দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ দাবিতে দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। এর পর তারা আমরণ অনশনের ঘোষণা দেন।