Can't found in the image content. আফগানিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

আফগানিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১৭, ২০২১

আফগানিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা আফগানিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

মো. শাহরিয়ার আলম বলেন, আফগানিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা। এছাড়া তালেবানদের পরিবর্তন হয়েছে। কাতার ঢাকাকে এমনটি আশ্বস্তও করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বাংলাদেশে ভয়ের কিছু নেই। এরই মধ্যে আফগানিস্তানে অবস্থানরত তিন বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। বাকি সাতজনকে ফেরাতেও সরকার সহায়তা করবে।

এ অবস্থায় বাংলাদেশিদের আফগান সফরে না যেতে অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ চায় দেশটির জনগণের মতামত প্রতিফলিত হোক। আফগানিস্তানে স্থিতিশীল যেকোনো সরকারের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। তবে বাংলাদেশ আফগানিস্তানে অন্য কোনো দেশের উপস্থিতি চায় না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, আফগানিস্তানে আগের মতো কালো অধ্যায়ের সূচনা করবে না বলে বাংলাদেশের প্রত্যাশা।