Can't found in the image content. ইভিএমে ভোট জালিয়াতি সম্ভব নয়: তাজুল ইসলাম | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ইভিএমে ভোট জালিয়াতি সম্ভব নয়: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, জানুয়ারী ১৭, ২০২২

ইভিএমে ভোট জালিয়াতি সম্ভব নয়: তাজুল ইসলাম
ম্যানুয়াল পদ্ধতিতে ভোট জালিয়াতির সুযোগ থাকলেও ইভিএমে তা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

আজ সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল সুষ্ঠু ও সুন্দর হওয়ায় দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। কিছু মেশিনের সমস্যা হয়েছে, সেটি হতেই পারে।

তিনি বলেন, নতুন পদ্ধতির ক্ষেত্রে টেকনিক্যাল কিছু চ্যালেঞ্জ দেখা দিতেই পারে। আমেরিকা-ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনে ইভিএম ব্যবহারেও কিছু সমস্যা দেখা দিয়েছিল।