Can't found in the image content. ঢাকা ছাড়ছেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ঢাকা ছাড়ছেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, জানুয়ারী ১৭, ২০২২

ঢাকা ছাড়ছেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি যুক্তরাজ্যে ফিরে গেছেন। গতকাল রোববার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।

একাধিক সূত্রে জানা গেছে, শাশুড়ি খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে গত বছরের ২৫ অক্টোবর ঢাকায় আসেন কোকোর স্ত্রী শর্মিলা। প্রায় তিন মাস ঢাকায় থাকার পর গতকাল রবিবার রাতে তিনি যুক্তরাজ্যে ফিরে গেছেন।

এ বিষয়ে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত শনিবার জাহিয়া রহমান ও গতকাল রবিবার তার মা শর্মিলা রহমান যুক্তরাজ্যে ফিরে গেছেন। দু’জনের আলাদা ফ্লাইটে টিকিট পাওয়ার কারণে আলাদা গেছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান। এরপর থেকে যুক্তরাজ্যে থাকেন স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়ে। মাঝে মাঝে ঢাকায় এসে শাশুড়ি খালেদা জিয়ার বাসায় থাকেন।