ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

দেশে চলমান মৃদু শৈত্য প্রবাহ থাকবে আরও দুই-একদিন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, জানুয়ারী ১৭, ২০২২

দেশে চলমান মৃদু শৈত্য প্রবাহ থাকবে আরও দুই-একদিন
দেশে চলমান মৃদু শৈত্য প্রবাহ আরও দুই-একদিন চলতে পারে। এছাড়া মধ্যরাতে এবং ভোরে উত্তরাঞ্চলে বেশ কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা ড. মো. আবদুল মান্না। 

তিনি বলেন, ‘দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজারে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এই জেলাগুলোতে আরও এক থেকে দুইদিন মৃদু শৈত্য প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে।’

অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কুড়িগ্রাম এবং পঞ্চগড়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে। এ শৈত্য প্রবাহ রংপুর বিভাগের অন্যান্য এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করবে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।