Can't found in the image content. ১৫ আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের বের করতে কমিশন গঠন করতে হবে: কাদের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

১৫ আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের বের করতে কমিশন গঠন করতে হবে: কাদের

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ১৫, ২০২১

১৫ আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের বের করতে কমিশন গঠন করতে হবে: কাদের

তদন্ত কমিশন গঠন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের স্বরূপ উন্মোচন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যে কুশীলবরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে ইতিহাসের সেই কুখ্যাত কুশীলবদের স্বরূপ উন্মোচন করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার পর তাৎক্ষণিক প্রতিরোধ কেন হলো না, আওয়ামী লীগ কেন পারল না, তার দায় আমরা অস্বীকার করতে পারি না। এর কারণ খুঁজে দেখতে হবে। নতুন প্রজন্মকে কোনো কিছুতেই অন্ধকারে রাখা যাবে না।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।