Can't found in the image content. নেত্রকোনায় একই পদে লড়ছেন স্বামী-স্ত্রী! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

নেত্রকোনায় একই পদে লড়ছেন স্বামী-স্ত্রী!

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, জানুয়ারী ৫, ২০২২

নেত্রকোনায় একই পদে লড়ছেন স্বামী-স্ত্রী!
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি। এই নির্বাচনে সাধারণ সদস্য পদে স্বামী ও স্ত্রী প্রার্থী হয়েছেন।

স্বামী মো. আব্দুল হান্নান ও স্ত্রী লাকী আক্তার দুজনেই একই পদে প্রার্থী হিসেবে সোমবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাওরাঞ্চলের এ ইউনিয়নে স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতায় নামার বিষয়টি আলোচনায় এসেছে।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী দুজনেই এলাকায় ভোট চাইছেন। তাদের পৃথকভাবে প্রচারণায় যেতে দেখা যাচ্ছে।

খালিয়াজুরী সদর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ হাজার ২২৭ জন। সাধারণ সদস্য পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।