Can't found in the image content.
ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ১৪, ২০২১
হোমিওপ্যাথিক
ও ইউনানি চিকিৎসাশাস্ত্রে ডিগ্রিধারী কোনো ব্যক্তি নামের
সামনে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করতে
পারবেন না বলে নির্দেশনা
জারি করেছে হাইকোর্ট। আজ শনিবার (১৪
আগস্ট) বিচারপতি মো. আশরাফুল কামাল
ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট
বেঞ্চ ৭১ পৃষ্ঠার এই
রায় প্রকাশ করেছেন। এ সংক্রান্ত রিটের
প্রেক্ষিতে এই রায় দেওয়া
হলো।
বিষয়টি
নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে।
এক পর্যায়ে হোমিওপ্যাথিক ও ইউনানি চিকিৎসাশাস্ত্রে
ডিগ্রিধারীরা নামের পূর্বে ডাক্তার শব্দ ব্যবহারের নির্দেশনা
চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।
তার প্রেক্ষিতেই দুই পক্ষের শুনানি
শেষে এই রায় দেয়া
হয়। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা
ইমাম ও অ্যাডভোকেট খোন্দকার
নীলিমা ইয়াসমিন। বিপক্ষে ছিলেন তানজীব উল আলম।
রায়ে
বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল
আইন, ২০১০ এর ২৯
ধারা অনুযায়ী বিএমডিসির নিবন্ধনভুক্ত মেডিকেল বা ডেন্টাল ইনস্টিটিউট
কর্তৃক এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারীই
শুধু ডাক্তার পদবি ব্যবহার করতে
পারবেন। কিন্তু এই আইন এড়িয়ে
হোমিওপ্যাথিক ও ইউনানি ডিগ্রিধারীদেরকে
‘ডাক্তার’ শব্দটি ব্যবহারের অনুমতি দিয়েছে মন্ত্রণালয়।
২০১৪
সালের ৯ মার্চ একটি
বিজ্ঞপ্তিতে ‘অল্টারনেটিভ মেডিকেল কেয়ার’ শীর্ষক অপারেশনাল প্ল্যানের বিভিন্ন পদে কর্মরত হোমিওপ্যাথি,
ইউনানি ও আয়ুর্বেদিক ডিগ্রিধারীদের
নামের পূর্বে ডাক্তার পদবি সংযুক্ত করার
অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। বিষয়টি উল্লেখ করে হাইকোর্ট বলছে,
এটা সম্পূর্ণ বেআইনি।
মন্ত্রণালয়ের
মতো একই কাজ করেছে
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড। গত বছরের ৬
ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তি জারি
করে হোমিওপ্যাথিক ডিগ্রিধারীদের নামের পূর্বে ডাক্তার শব্দ লেখার অনুমতি
দেওয়া হয়। রায়ের এটিকেও
বেআইনি বলছে হাইকোর্ট।