বরিশালে দিন দিন করোনা শনাক্তের হার এবং মেডিকেলে চিকিৎসাধীন রোগীর হার বাড়ছে।
সোমবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন নয় রোগী। পিসিআর ল্যাবে সব শেষ করোনা শনাক্তের হার ছিল ৪ ভাগ।
গত ১ জানুয়ারি শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন আটজন রোগী। ২ জানুয়ারি চিকিৎসাধীন ছিলেন নয়জন। ওইদিন মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৪২ জনের নমুনা পরীক্ষায় দু’জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২.৩৮ ভাগ।
সোমবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন তিনজন। একই সময়ে উপসর্গ নতুন দু’জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত রবিবার রাতে পিসিআর ল্যাবের সব শেষ রিপোর্টে ৫০ জনের নমুনা পরীক্ষায় দু’জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ ভাগ।
গত বছরের ১৭ মার্চ শেবাচিমের করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৪৩৫ জন রোগী সেখানে ভর্তি হয়। যার মধ্যে ২ হাজার ৩৫৭ জনের করোনা ছিল পজিটিভ। এ পর্যন্ত চিকিৎসাধী অবস্থায় শেবাচিমের করোনা ওয়ার্ডে ১ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে।