Can't found in the image content. 'গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে' | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

'গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে'

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, জানুয়ারী ৩, ২০২২

'গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে'
বাংলাদেশ জাতীয়তদাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায় সবাই। আমরা বিশ্বাস করি, গণআন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশনেত্রীকে মুক্তি করতে সক্ষম হব। আমরা আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হব। তাই মহিলা দল নেতাসহ জাতীয়তাবাদী শক্তির প্রত্যেক সৈনিককে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহবান জানাচ্ছি।

রোববার দুপুরে রংপুর প্রেসক্লাব এলাকার সুমি কমিউনিটি সেন্টারে রংপুর জেলা মহিলা দল আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এর আগে সকালে জেলা মহিলা দলের কর্মিসভার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সাইফুল। 

কর্মিসভায় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় টিম প্রধান নাজমুন নাহার বেবির সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি সাবেক এমপি সাইদা রহমান জোসনা, সহ-সভাপতি রেজিনা ইসলাম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রীনা পারভীন, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক রেজেকা সুলতানা ফেন্সী, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মমতাজ বেগম লিপি, কেন্দ্রীয় সদস্য জিন্নাত ফেরদৌস আরা রোজী। 

কর্মিসভায় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি করেন।