ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

ঢাবির সনাতন শিক্ষার্থীদের জন্য আলাদা প্রার্থনা কক্ষের দাবি

ফারজানা ববি নাদিরা | আপডেট: সোমবার, জানুয়ারী ৩, ২০২২

ঢাবির সনাতন শিক্ষার্থীদের জন্য আলাদা প্রার্থনা কক্ষের দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা প্রার্থনার জন্য আলাদা কক্ষের দাবি জানিয়েছেন। 

রোববার দুপুরে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের কাছে এই দাবি জানান।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তিলোত্তমা শিকদার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পক্ষে দাবি তুলে ধরেন। 

তিলোত্তমা শিকদার ফ্রিডমবাংলানিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী ছাত্রদের জন্য আলাদা হল থাকলেও মেয়েদের জন্য আলাদা হল নেই। আবার মেয়েদের হলগুলোতে মুসলিম ছাত্রীদের জন্য আলাদা প্রার্থনাকক্ষ থাকলেও সনাতন ধর্মাবলম্বী ছাত্রীদের জন্য নেই। 

তিনি আরও বলেন, ছাত্রীরা চাইলেও সবসময় ঢাকেশ্বরী বা অন্য কোথাও প্রার্থনা করতে পারে না। সেজন্য আমরা মেয়েদের হলে সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা হলের দাবি জানাচ্ছি।

এ সময় জগন্নাথ হলসহ সকল ছাত্রীদের হল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।