ঝালকাঠির নলছিটি উপজেলার সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্তকালে সংবাদ সংগ্রহ করতে গেলে এক সাংবাদিক ও অভিযোগকারীদের উপর হামলার ঘটনায় থানায় বুধবার (২৯ ডিসেম্বর) সকালে জিডি দায়ের করা হয়েছে। রেজিষ্ট্রি পূর্বে সংবাদ প্রকাশের ক্ষোভ ও দূনীতির অভিযোগ তদন্তকালে তথ্য জানতে গেলে নলছিটি অফিসের অভ্যন্তরে সাব রেজিষ্ট্রার নুরুল আফসার এঘটনা ঘটিয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। সাংবাদিকের উপর হামলা ও মামলার হুমকির বিষয়টি সাংবাদিকরা জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুল বারী ও জেলা পুলিশের উর্ধতন কর্তপক্ষ কে অবহিত করেন।
সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর ইংরেজি তারিখে নলছিটি সাব রেজিষ্ট্রার নুরুল আফসার শারীরিক, মানুষিক ও বাক প্রতিবন্ধীর জমি জাল-জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রি করে দেয়ার ঘটনায় ভাঙ্গাদৌউলা গ্রামের মোসাঃ মমতাজ বেগম জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুল বারী বরাবর অভিযোগ দায়ের করেন। অসহায় পরিবারটি সাংবাদিকদের কাছেও একই অভিযোগ করলে এশিয়ান টেলিভিশনের নলছিটি প্রতিনিধি সাংবাদিক ইব্রাহিম খান শাকিলসহ অনেক সাংবাদিকরা অনুসন্ধান করে প্রকৃত ঘটনার বিষয় সংবাদ প্রকাশ করে।

অন্যদিকে জেলা রেজিষ্ট্রার মোঃ আব্দুল বারী অভিযোগের বিষয় কাঠালিয়া উপজেলা সাব রেজিষ্ট্রার সেলিম ভুঁইয়া কে তদন্তের দায়িত্ব দেন। গত ২৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে তিনি নলছিটিতে তদন্তে আসলে সাংবাদিক ইব্রাহিম খান শাকিল তার কাছে তদন্ত শেষে অভিযোগের বিষয়ে জানতে চান। এতে হঠাৎ সাব রেজিষ্ট্রার নুরুল আফসার তার অফিসের কয়েকজনকে নিয়ে সাংবাদিক ইব্রাহিমকে অকথ্য গালাগাল করে তার ওপর হামলে পড়ে। এসময় তাকে অফিসে আটকে রেখে শারীরিক লাঞ্চিত করে ও বিভিন্ন মামলায় ফাঁসিয়ে জীবনের তরে শেষ করে দেয়ার হুমকি দেয়। খবর পেয়ে নলছিটি পুলিশ ও স্থানীয় কিছু সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক ইব্রাহিম কে উদ্ধার করে।
উল্লেখ্য. নলছিটি সাব রেজিস্ট্রার নুরুল আফসারের বিভিন্ন জাল-জালিয়াতি ও দূর্নীতির অভিযোগ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ধারাবাহিক সংবাদ প্রকাশ হলে তিনি সাংবাদিক ইব্রাহিমকে দায়ী করে তার উপর ক্ষিপ্ত হন। এনিয়ে তিনি ভিবিন্ন সময় তাকে নানা ক্ষয়ক্ষতি ও মামলার হুমকি প্রদান করেন।
এব্যাপারে জানতে তদন্ত কর্মকর্তা কাঠালিয়া উপজেলা সাব রেজিষ্ট্রার সেলিম ভুঁইয়া ও অভিযুক্ত নলছিটি সাব রেজিষ্ট্রার নুরুল আফসারের বক্তব্য জানতে একাধিকবার তাদের সেলফোনে কল করলেও তারা রিসিভ করেনি।
এদিকে সাংবাদিক ইব্রাহিম খান শাকিল পেশাগত দায়িত্ব পালন কালে তার উপর অতর্কিত হামলা ও হুমকির ঘটনায় সাংবাদিকদের একাধিক সংগঠন প্রতিবাদ জানিয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।