ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ৩০, ২০২১

আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের উদ্যোগ
আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী বছরের মাঝামাঝি নাগাদ এই সম্মেলন গুলো সম্পন্ন করতে চায় আওয়ামী লীগ। দলের হাইকমান্ড এরকম সিদ্ধান্ত নিয়েছে বলে দলের দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। ছাত্রলীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের যে সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে সে সংগঠনগুলোকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সর্বপ্রথম ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। ইতিমধ্যে ছাত্রলীগের সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য দলের সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে আগামী বছরের কোন একটা সময়ে ছাত্র লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে আওয়ামী লীগ আগামী বছরের শেষ নাগাদ দলের জাতীয় কাউন্সিলের অনুষ্ঠান করতে চাইছে। কাউন্সিল এর আগেই আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সম্মেলন এবং নতুন নেতৃত্ব সম্পন্ন করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এর মধ্যে প্রতিটি সহযোগী সংগঠনের মেয়াদ দুই বছর অতিক্রান্ত হয়েছে। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন যে অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সম্মেলন করা একটি রুটিন ওয়ার্ক। গঠনতন্ত্রে এই সংগঠনগুলোর সম্মেলন দুই বছর অন্তর অন্তর করার বিধান রয়েছে, আমরা গঠনতন্ত্র অনুসরণ করতে চাই। 

তাছাড়া নিয়মিত সম্মেলনের মাধ্যমেই অঙ্গ সহযোগী সংগঠনগুলো শক্তিশালী হতে পারে। উল্লেখ্য যে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন এর মাধ্যমে যে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছিলেন তাদের দু'জনকেই আওয়ামী লীগ সভাপতি পদ থেকে বাদ দিয়েছিলেন এবং এরপর তিনি নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন দেন। সম্মেলন ছাড়াই বর্তমান ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচিত হয়েছে এবং তারা পরিচালনা করছে। আগামী বছরে যেনো ছাত্রলীগের সম্মেলন হয় সে ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সংকটের মধ্য দিয়ে তাদের সম্মেলন করে। আওয়ামী যুবলীগের একাধিক নেতার বিরুদ্ধে ক্যাসিনো বাণিজ্য, কমিটি বাণিজ্যের অভিযোগ আসার পর আওয়ামী লীগ সভাপতি যুব লীগের কংগ্রেস সম্পন্ন করার নির্দেশ দেন। কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে চয়ন ইসলামকে নির্বাচন করা হয়। তার নেতৃত্বে সম্মেলনে শেখ ফজলে শামস তাপসকে যুবলীগের নতুন চেয়ারম্যান করা হয়। বিভিন্ন সূত্র বলছে এখনই যুবলীগের সম্মেলন করার কোনোরকম ইঙ্গিত নেই কারণ এই কমিটি গঠনের পর যুবলীগের বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ নেই। আর সে কারণেই যুবলীগের সম্মেলন নতুন করে হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। 

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয় একটি বিতর্কিত পরিস্থিতিতে যখন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বিরুদ্ধে ক্যাসিনো বাণিজ্যের অভিযোগ আসে। তখন তাকে এবং সাধারণ সম্পাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন করে কমিটি করা হয়। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়াও কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং মহিলা যুব লীগ সহ আওয়ামী লীগের যে সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে সেগুলোকে সম্মেলনের মহাসড়কে নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে।

সুত্র: বাংলাইনসাইডার