ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

বঙ্গবন্ধুর সমাধিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১

বঙ্গবন্ধুর সমাধিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী শ্রদ্ধা নিবেদন করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ হুমায়ূন আখতারের নেতৃত্বে মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ( প্রশাসন) প্রফেসর ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মুহা. শফিকুল আলমসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ হুমায়ূন আখতার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।