ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, মার্চ ১৭, ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১

EN

মুজিবর হত্যা প্রধান আসামী দুই দিনের রিমান্ড

মো. জসিম উদ্দিন, কলমাকান্দা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ২৮, ২০২১

মুজিবর হত্যা প্রধান আসামী দুই দিনের রিমান্ড
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মজিবুর রহমান হত্যা মামলার প্রধান আসামি আমির হামজা জনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত সোমবার বিকালে নেত্রকোনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম তনিয়া রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শহীদুল ইসলাম।

তিনি জানান, আসামি আমির হামজা জনিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তাতে বলা হয়, ঘটনার মূলরহস্য উদ্ঘাটনের জন্য এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মো. মজিবুর রহমান (৫০) নামের এক গরু ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ২২ ডিসেম্বর বিকালে মজিবুরের ভাই মো. আতাউর রহমান বাদী হয়ে এসএম আমির হামজা জনিকে প্রধান করে একটি হত্যা মামলা করেন।

পরে ওই দিন রাতেই জনিকে তার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এসএম আমির হামজা জনি উপজেলার রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। আর নিহত মজিবুর রহমান একই ইউনিয়নের পার্শ্ববর্তী তেরোতোপা এলাকার বাসিন্দা ছিলেন