ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

কক্সবাজার জেলায় সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চকরিয়ার আদর

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ২৮, ২০২১

কক্সবাজার জেলায় সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চকরিয়ার আদর
কক্সবাজার জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাসানুল ইসলাম আদর। চতুর্থ ধাপে গত রবিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন।

হাসানুল ইসলাম আদর ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বৈরাগিরখিল এলাকার মকছুদ আলমের ছেলে। নির্বাচন অফিস কার্যালয়ে হলফনামায় প্রদত্ত তথ্যমতে তার বয়স ২৭ দেখানো হয়েছে। 

তিনি কাপ্তাই সুইডিশ পলিটেকনিক ইন্সটিটিউট থেকে অটোমোবাইল নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। 

নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলাম। স্বপ্ন দেখতাম রাজনীতি করে কিভাবে জনসেবা করা যায়। সেই মনোবৃত্তি থেকে চাকরি না করে ব্যবসার পাশাপাশি জনসেবামূলক কাজে সম্পৃক্ত হই। জনগণের সমর্থনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এই সমর্থন দিয়ে আজ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন ডুলাহাজারার জনগণ। আমি ডুলাহাজারার জনগণের কাছে কৃতজ্ঞ। এই এলাকার প্রত্যন্ত এলাকায় যথাসাধ্য উন্নয়ন ও প্রধানমন্ত্রীর ‘গ্রাম হবে শহর’ এই ভিশন নিয়ে কাজ করে যাব।