গোয়ালন্দের দৌলতদিয়ায় সোমবার বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত সব বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়। দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লি ও পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন ‘চাইল্ড ক্লাব’ তাদের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে ৬৯১ জন শিশু গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
জানা গেছে, ২০১৩ সালে দৌলতদিয়া যৌনপল্লি ও এর পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে অধিকার নিশ্চিত করা এবং তাদের সুষ্ঠু বিকাশের লক্ষ্য চাইল্ড ক্লাব প্রতিষ্ঠা করা হয়। তখন থেকেই প্রতি বছর এ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। যৌনপল্লির নারী ও শিশুদের জন্য কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতি ও সেভ দ্য চিলড্রেন ‘চাইল্ড ক্লাব’র কার্যক্রমে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে। মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু জানান, ছোটবেলা থেকেই শিশুদের মাঝে গণতন্ত্রের চর্চা ও নেতৃত্বদানে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর এ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়।