ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জুলাই ৬, ২০২৪ |

EN

দৌলতদিয়ায় ‘চাইল্ড ক্লাব’এর নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ২৮, ২০২১

দৌলতদিয়ায় ‘চাইল্ড ক্লাব’এর নির্বাচন অনুষ্ঠিত
গোয়ালন্দের দৌলতদিয়ায় সোমবার বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত সব বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়। দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লি ও পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন ‘চাইল্ড ক্লাব’ তাদের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে ৬৯১ জন শিশু গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

জানা গেছে, ২০১৩ সালে দৌলতদিয়া যৌনপল্লি ও এর পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে অধিকার নিশ্চিত করা এবং তাদের সুষ্ঠু বিকাশের লক্ষ্য চাইল্ড ক্লাব প্রতিষ্ঠা করা হয়। তখন থেকেই প্রতি বছর এ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। যৌনপল্লির নারী ও শিশুদের জন্য কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতি ও সেভ দ্য চিলড্রেন ‘চাইল্ড ক্লাব’র কার্যক্রমে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে। মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু জানান, ছোটবেলা থেকেই শিশুদের মাঝে গণতন্ত্রের চর্চা ও নেতৃত্বদানে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর এ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়।