ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

টেকনাফ পৌরসভায় ইভিএম ভোটে ধীর গতি, অতিষ্ঠ ভোটাররা

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: রবিবার, ডিসেম্বর ২৬, ২০২১

টেকনাফ পৌরসভায় ইভিএম ভোটে ধীর গতি, অতিষ্ঠ ভোটাররা
টেকনাফ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম- এ ভোট চলছে। তবে ধীর গতিতে ভোট প্রদান বা গ্রহনের অভিযোগ করছেন ভোটাররা। 
কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, একটি ভোট প্রদান করতে ২-৩ মিনিট পর্যন্ত সময় যাচ্ছে। 

ভোট কেন্দ্রে দায়িত্বরতরা জানান,  শীতকাল হওয়ায় ফিঙ্গারে সমস্যা দেখা দিচ্ছে। তবে দ্রুত কিভাবে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয় তা চেষ্টা করা হচ্ছে। টেকনাফ এজাহার বালিকা কেন্দ্র, আদর্শ কেজি, প্রাণী সম্পদ হাসপাতাল কেন্দ্র,  টেকনাফ পাইলট কেন্দ্র ঘুরে দেখা যায় ঘন্টায় গড় ৩৫ টি ভোট কাস্ট হচ্ছে। 

শীতকাল হলে তীব্র গরমে অতিষ্ঠ হচ্ছে ভোটাররা দীর্ঘ লাইনে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে নারী পুরুষ।
এদিকে সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়েছে। 

টেকনাফ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টায় দেখা যায়, মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। লাইনে লাইনে প্রার্থীরা ভোটারদের কাছে দ্বারস্থ হচ্ছেন। যে যার মতো করে ভোট প্রার্থনা করছেন।

তবে ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় অনেকটা ধীর গতি লক্ষ্য করা গেছে। 

টেকনাফ পৌরসভার ২ নং ওয়ার্ডের এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাফর আলম ভোট প্রদান শেষে জানান, খুব সহজ পদ্ধতিতে ভোট প্রদান করেছি। প্রথমবার ইভিএম- এ ভোট দিতে পেরে ভালই লাগছে। আগের মতো সিল এবং কাগজ নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছেনা।

এদিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি,  র্যাব টহল জোরদার রয়েছে।

টেকনাফ পৌর মেয়র ও আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী হাজী মো. ইসলাম বলেন, হানাহানির ভোট চাইনা। মেয়র যে হোক সে পৌরসভার নাগরিক।  সুস্থভাবে ভোট হউক তা চাই।