Can't found in the image content. জামালপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

জামালপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, ডিসেম্বর ২৬, ২০২১

জামালপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে জামালপুরের অসহায় ও অস্বচ্ছল মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন তার ব্যক্তিগত কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক অসহায় ও অস্বচ্ছল মানুষের মাঝে বিতরণ করেন।

এ সময় সদর উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। জামালপুরের ২৬ জন অসহায় ও অস্বচ্ছল মানুষের মাঝে দশ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।