Can't found in the image content. বিএনপি নেতা মোশাররফকে বীর মুক্তিযোদ্ধা ঘোষণা করে গেজেট | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বিএনপি নেতা মোশাররফকে বীর মুক্তিযোদ্ধা ঘোষণা করে গেজেট

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১

বিএনপি নেতা মোশাররফকে বীর মুক্তিযোদ্ধা ঘোষণা করে গেজেট
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে। যদিও ১৯৭২ সালের ঘোষিত মুক্তিযোদ্ধা গেজেটেও তার নাম ছিল। তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, নতুন আইন অনুয়ায়ী খন্দকার মোশাররফ হোসেনকে ‘বিশ্বজনমত গঠন’ ক্যাটাগরিতে বীর মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৭তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভার আলোচ্য সূচি ১০.১২ নং সিদ্ধান্ত মোতাবেক ড. মোশাররফ হোসেন প্রবাসে ‘বিশ্বজনমত গঠন’ গেজেট অনুযায়ী এই স্বীকৃতি পেয়েছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে প্রকাশিত গেজেট সূত্রে বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, এ তথ্য জানা গেছে। ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে জন্মগ্রহণ করেন প্রবীণ রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার আশরাফ আলী ও হোসনে আরা দম্পতির সন্তান তিনি।

এ বিষয়ে ড. মোশাররফ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, আগে থেকেই তার নাম গেজেটে ছিল। এখন ক্যাটাগরি বদল করে নতুন করে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। যাচাই-বাছাই করেই নতুন এই ক্যাটাগরি করা হয়েছে। এর আগে একই গেজেটে সব মুক্তিযোদ্ধার নাম ছিল।

তিনি আরো বলেন, প্রথম গেজেট থেকেই আমি যে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা, সে বিষয়ে আমার সনদও আছে। আসলে ক্যাটাগরি বদল হওয়ার কারণে নতুন করে গেজেট প্রকাশ করা হয়েছে। তার মানে, আমি নতুন করে মুক্তিযোদ্ধা হইনি। আগে থেকেই ছিলাম।