ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে, তা রাজপথে ফয়সালা হবে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই লক্ষ্যে কাজ করছেন। তার চিন্তাকে বাস্তবে রূপ দেওয়া হবে প্রকৃত কর্মী হিসেবে আমাদের দায়িত্ব। এ জন্য বিএনপির ভ্যানগার্ড জাতীয়তাবাদী ছাত্রদলকে সবসময় প্রস্তুত থাকবে হবে।
বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ঢাকা দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম অমিতের সভাপতিত্বে ও সদস্য সচিব পাভেল মোল্লার পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলার যুগ্ম আহ্বায়ক সাব্বির, নীরব, ঠান্ডু, সদস্য সাফিন, আরাফাত রাসেল, হাসিব, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সোহেল ও সাংগঠনিক সম্পাদক বাবলু।
এ সম্মেলনে ঢাকা-৩ আসনের বিভিন্ন ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
সম্মেলন শেষে খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসভবনের সামনে থেকে মিছিল বের করে। কিছু দূর যাওয়ার পর পুলিশ বাধা দিলে মিছিলটি পণ্ড হয়ে যায়।