Can't found in the image content. শিক্ষার্থীরা সময়মতো বই হাতে পেয়ে যাবে : শিক্ষামন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

শিক্ষার্থীরা সময়মতো বই হাতে পেয়ে যাবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১

শিক্ষার্থীরা সময়মতো বই হাতে পেয়ে যাবে : শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীরা সময়মতো বই হাতে পেয়ে যাবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব স্কুলেই ক্লাস ধরে ধরে বিতরণ করা হবে। এতে কোনো রকম সমস্যা হবে না। আজ রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। 

১৭ কোটির বেশি বই বাঁধাই হয়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, ‌৯৫ শতাংশের বেশি বই ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে।  আগামী তিন-চার দিনের মধ্যে সবটাই হয়ে যাবে। তারপরও স্বল্প সংখ্যক বাদ থাকতে পারে। সেটাও আমরা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিশুদের হাতে দিতে পারবো।