Can't found in the image content. পাকিস্তানে ইসরাইলবিরোধী বিশাল বিক্ষোভ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

পাকিস্তানে ইসরাইলবিরোধী বিশাল বিক্ষোভ

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

পাকিস্তানে ইসরাইলবিরোধী বিশাল বিক্ষোভ
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত হত্যাকাণ্ড ও ধরপাকড়ের প্রতিবাদ এবং ইরানের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের লাহোরে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।

পাকিস্তানের প্রখ্যাত শিয়া আলেম আল্লামা সাইয়েদ জাওয়াদ নাকভির ডাকে লাহোরের শাহারে কায়েদে আজম এলাকায় ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ যোগ দেন।খবর তাসনিম নিউজের।

প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া লোকজন ইসরাইলের বিরুদ্ধে গগনবিদারি স্লোগান দেন। সমাবেশে হাজার হাজার শিয়া ও সুন্নি লোকজন অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তৃতায় সাইয়েদ জাওয়াদ নাকভি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলের হুমকির মানে হচ্ছে— সব মুসলিম দেশের বিরুদ্ধে হুমকি। ইজরাইলের হুমকির মুখে পাকিস্তানের জনগণ এবং সরকার ইরানের প্রতি সমর্থন দেবে বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে আল্লামা জাওয়াদ নাকভি ছাড়াও শিয়া ও সুন্নি গুরুত্বপূর্ণ অনেক নেতা বক্তব্য রাখেন। তারা সবাই ইরানের প্রতি সমর্থন ব্যক্ত এবং ইসরাইলকে গণহত্যাকারী বলে মন্তব্য করেন।